দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়া। সিউলের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ সোমবার রাতে বেশ কয়েকবার নিজ দেশের সমুদ্রসীমা লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার বার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি কয়েক ঘণ্টা দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় অবস্থান করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিন মিন-সেউক জানান, উত্তর কোরিয়ার জাহাজটি নর্দান লিমিট লাইন (এনএলএল) অতিক্রম করেছে।

এনএলএল অতিক্রম করাকে সামরিক মহড়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির পরীক্ষা নিতে এসেছিল।

এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করেছিল দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই সমুদ্রসীমা লঙ্ঘন করল উত্তর কোরিয়া। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক সামরিক মহড়া আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।

উত্তর কোরিয়া এই যৌথ মহড়ার বিরোধিতা করেছে। এর আগে যৌথ মহড়া শুরু হলে পারিবারিক পুনর্মিলন বাতিলের হুমকিও দিয়েছিল পিয়ংইয়ং। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)