দ্য রিপোর্ট প্রতিবেদক : মার্চের ১০ তারিখে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন অভিনেতা সাজ্জাদ রেজা। এহসানুল হকের ‘দূরত্ব’ ধারাবাহিকটিতে অভিনয়ের জন্য যাচ্ছেন বলে জানা গেছে।

এ সম্পর্কে সাজ্জাদ বলেন, ‘এর আগে নেপাল ও মালয়েশিয়ায় দূরত্ব নাটকটির শুটিং করে এসেছি। এবার ইন্দোনেশিয়ায় গেলেই ১০৪ পর্বের কাজ শেষ হয়ে যাবে।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাই। ওখানে গিয়ে তারা ট্র্যাপে পড়ি। আমাদের সঙ্গে এমন একজনের পরিচয় হয়, যে মুক্তিযুদ্ধের সময় এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।’

ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া যাবেন সাজ্জাদ রেজা। সেখানে এহসানুল হকের আরেকটি ধারাবাহিকের শুটিং করবেন। তারপর ২২ মার্চ ঢাকায় ফিরবেন।

সাজ্জাদ রেজা বলেন, ‘হৃদি হকের ‘সেইসব দিনগুলি’, সাজ্জাদ সুমনের ‘অপরাজিতা’, তারেক মিন্টুর ‘ট্র্যাম্পকার্ড’, আবুল হায়াতের ‘বনফুলের গান’সহ বেশ কয়েকটি ধারাবাহিক অন এয়ারে যাচ্ছে। আর শুটিং চলছে মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’, হাসান শিকদারের ‘মনপুতুলের বায়োস্কোপ’। সামনে শুরু হবে রুলীন রহমান ও এহসানুল হকের ধারাবাহিক নাটক।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)