দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবসায় সম্প্রসারণের লক্ষে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১২৫ কোটি টাকা সংগ্রহ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস। তবে এরমধ্যে এখনো ১২০ কোটি টাকা অব্যবহৃত থাকা সত্ত্বেও চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ১৬-মার্চ ১৭) ব্যবসায় ২২ শতাংশ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রিজেন্ট টেক্সটাইলের ৯ মাসের (জুলাই ১৬-মার্চ ১৭) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৩ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৫ টাকা বা ২২ শতাংশ।

এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৭ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৩ টাকা বা ১১ শতাংশ।

৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৪ টাকা। এ হিসাবে কোম্পানিটি এই সময়ের ব্যবসায় নগদ লভ্যাংশ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি।

চলতি বছরের ৩১ মার্চ রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২৯.৮৬ টাকা।

উল্লেখ্য মঙ্গলবার (মে ৩০) লেনদেন শেষে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর দাড়িয়েছে ২৭.৯০ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/মে ৩১, ২০১৭)