দ্য রিপোর্ট প্রতিবেদক : মেলায় এসেছে কবি শিমুল সালাহ্উদ্দিনের তৃতীয় কাব্যগ্রন্থ ‘কথাচুপকথা’। ভক্ষণ, প্রক্ষালণ, আপন প্রতিপালনের মতো প্রাত্যহিক প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন সময় নিয়েছেন সাংবাদিক, সংগঠক, আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক, তথ্যচিত্র নির্মাতার ভূমিকা। কবিতার প্রকাশ্য ময়দানে এই কবির আবির্ভাব ২০১০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রথম কাব্যগ্রন্থ ‘শিরস্ত্রাণগুলি’র মধ্য দিয়ে। বইটি প্রকাশ করেছিল ঐতিহ্য। তারপর পদ্মায় গড়িয়েছে বছর চারেকের জল। জীবনের বিচিত্রসব অভিজ্ঞতায় পরিণত আর সংহত হয়েছেন কবি। ২০১২ তে শুদ্ধস্বর প্রকাশিত ‘সতীনের মোচড়’ এবারের মেলায় অ্যাডর্ন থেকে এসেছে কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘কথাচুপকথা’।

কথাচুপকথা গ্রন্থটি সম্পর্কে শিমুল সালাহ্উদ্দিন তিনি দ্য রিপোর্টকে জানান, ‘আমার এ তৃতীয় কাব্যগ্রন্থে আমি যোগাযোগের যে আদিমতম মাধ্যম শব্দ ও নীরবতা, তাদের এক অনন্ত বিস্তীর্ণ মালা গেঁথেছি, ছন্দহাড়ের গাড়িতে তাকে চড়িয়ে কিছুটা সময় সেই স্তব্ধতাসংগীতে বুঁদ হয়ে থাকার মুহূর্তগুলোকে বিন্যস্ত করেছি শাদালাশ ক্যানভাসের বুকে, সঙ্গে ছিলো আমার একান্ত গোপন, প্রকাশ্য যাপন এবং বিবিধ দ্বিবিধতা।’

(দ্য রিপোর্ট/এমএ/এপি/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)