দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার নাট্যাঙ্গনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন নাট্যদল মেঠোপথ থিয়েটার। দলটির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে নাটক ‘অতঃপর মাধো’। নাটকটির ১২টি চরিত্রে অভিনয় করবেন দুজন নারী অভিনয়শিল্পী। এই ‍দুই শিল্পী হলেন- শামীমা আক্তার মুক্তা ও শারমীন সঙ্গীতা খানম।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন অলক বসু। আগামীকাল শুক্রবার(০২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী সন্ধ্যায় অতিথি হিসেবে নাটকটির উদ্বোধন ঘোষনা করবেন বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যাক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেগ্রেটারী জেনারেল আকতারুজ্জামান।

নাটকের নেপথ্য কুশিলবদের মধ্যে সেট, লাইট, পোষাক নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির, আবহ সংগীত নির্দেশনা দিয়েছেন শিশির রহমান এবং কোরিওগ্রাফি করেছেন সামিউন জাহান দোলা।

(দ্য রিপোর্ট/পিএস/জুন০১,২০১৭)