বেনাপোল সংবাদদাতা : বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিংক শ্রমিকরা আমদানি বাণিজ্য ও পণ্য খালাস বন্ধ রেখেছেন। সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় এক বন্দর শ্রমিক আহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে শ্রমিকরা আমদানি ও পণ্য খালাস বন্ধ করে দেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার পরিদর্শক খায়রুল আলম জানান, সকালে বেনাপোল বন্দরের হ্যান্ডলিংক শ্রমিক নেতারা দোষীদের বিচারের দাবিতে মিছিল নিয়ে এসে আমদানি গেট বন্ধ করে দেয়। এ ছাড়া শ্রমিকরা বন্দরে আমদানি পণ্য খালাসও করছেন না। ফলে বন্দর অভ্যন্তরে পণ্য জট দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালন ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, ‘শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। সমাধান হলেই তারা কাজে যোগ দেবেন।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সোমবার রাত ১০টার দিকে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কে বাড়ি যাওয়ার সময় শার্শা উপজেলার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ভূঁইয়া (৪৫) ও আশাদুল ইসলাম আশা গুলিবিদ্ধ হন। এ হামলার মাঝে পড়ে আহত হন পথচারী শহীদুল ও শ্রমিক শাহাদৎ হোসেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)