দ্য রিপোর্ট প্রতিবেদক : সাত-আট বছর বয়সী শিশুদের আগ্রহ ভূত-রূপকথার গল্প হলেও শিশু মাহীর পছন্দ অন্যকিছু। মন ও মননে নাড়া দেয় স্টল থেকে খুঁজে খুঁজে এমন বই বের করে বাবার কাছে বায়না ধরে কিনে দেওয়ার জন্য।

মঙ্গলবার বাবা-মার সঙ্গে বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকায় ঘুরতে দেখা যায় মাহীকে। এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাওয়া হলে নিজের সম্পর্কে শিশুটি বলে- ‘আমি কবি মাহী আশফাক।’

বাবা-মা জানান, ছোটবেলা থেকে মাহী অত্যন্ত ডানপিটে। ডানপিটে আচরণের জন্য বকুনি শুনতে হয় কি না জানতে চাইলে মাহীর ঝটপট জবাব- ‘আরে না! বাবা-মা শাসন করবেন কেন? আমি কী আজেবাজে সময় নষ্ট করি? বই পড়ি আর ভালো রেজাল্ট করি। তোমার বাবা তোমাকে শাসন করে না?’

কী কী বই পছন্দ জানতে চাইলে নিজের দুই হাতে রাখা বইয়ের প্যাকেটগুলো দেখিয়ে বলে-‘দেখছো না! কত্ত বই কিনেছি, যে বই পছন্দ হয় সেটাই কিনি। বাবা কখনও কিনে দিতে না চাইলে কান্না করি।’

(দ্য রিপোর্ট/এমএ/একে/এনআই/ফেব্রুয়ারি ২৫,২০১৪)