বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিতে চারজন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি নিক্ষেপ ও ৫-৭টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা আশানুর রহমান, পথচারী শাহাদত হোসেন ও শহিদুল ইসলাম। যুবলীগ নেতা আশানুরের অবস্থা আশঙ্কাজনহ হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া ও যুবলীগ নেতা আশানুর রহমান সোমবার রাতে বেনাপোল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুজন বাহাদুরপুর সড়কের কাছে এলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ে।

হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে যুবলীগ ও ছাত্রলীগ বেনাপোল বাজারে বিক্ষোভ করে। মঙ্গলবার সকালেও বন্দর এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, কারা কী কারণে এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)