দৌলতপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় সাকিল আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আল্লারদরগা-রায়টা সড়কের সোনাউকুন্ডি ইদ্রিস আলী ইসলামিয়া মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘স্কুলছাত্র সাকিল আহমেদ আল্লারদর্গা নানারবাড়ি থেকে সাইকেল যোগে নিজবাড়ি বদিনাথতলা গ্রামে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা জ্বালানিতেল সরবরাহকারী ট্রাকের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় চালক পালিয়ে গেলে এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সাকিল হোগলবাড়িয়া ইউনিয়নের বদিনাথতলা গ্রামের শনিত আলীর ছেলে।
(দিরিপোর্ট২৪/এমসি/নভেম্বর ০৭, ২০১৩)