বিএনপি থেকে বহিষ্কৃত ময়মনসিংহের ৩ নেতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার দায়ে বিএনপি থেকে ময়মনসিংহের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ভালুকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, ভালুকা পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিসুর রহমান।
(দ্য রিপোর্ট/এমএইচ/একে/এনআই/ফেব্রুয়ারি ২৫, ১৪)