বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে প্রকৌশল খাতের বিএসআরএম স্টিলস লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। বিএসআরএম স্টিলসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. হাবিব দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৯ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৫০ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.৭৮ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)