নাটোর প্রতিনিধি : পাবনা সাঁথিয়ার নবগ্রামসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাটোর প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ যুব ছাত্রঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবস্তরের নাগরিক অংশ নেন। এতে বক্তব্য রাখেন যুব ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক পরিতোষ অধিকারী, নগেন রায়, অ্যাডভোকেট ভাস্কর বাগচী, সাংস্কৃতিক কর্মী আশীষ নিয়োগী প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আলেক শেখ। বক্তারা অনতিবিলম্বে সাঁথিয়াসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দিরিপোর্ট২৪/বিএল/এপি/নভেম্বর ০৭, ২০১৩)