নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের অপু সিনহাকে (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একটি অস্ত্র মামলার রায়ে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

দণ্ড পাওয়া অপু শহরের গলাচিপা এলাকার জহিরুল সিনহার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় র‌্যাবের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে অপুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। ওই সময় অপুর কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ডিএডি নূরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)