দ্য রিপোর্ট প্রতিবেদক : কলকাতার রবীন্দ্রসদন চত্বরে গত ১লা জুন থেকে ৪ঠা জুন অনুষ্ঠিত হল নজরুল মেলা ২০১৭।  আয়োজনে ছিলো ছায়ানট (কলকাতা)। মেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী এবং ঢাকার নজরুল ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুঁইয়া। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী অলকানন্দা রায়, গুরু থাঙ্কমনি কুট্টি, প্রখ্যাত তালবাদ্যশিল্পী মল্লার ঘোষ প্রমুখ। পুরো মেলার পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোমঋতা। 

চার দিনব্যাপী এই মেলায় যোগ দেন বাংলাদেশ থেকে প্রায় ৭০ জন শিল্পী। প্রদর্শিত হয় নজরুলকে নিয়ে আঁকা নানা ছবি, ডাকটিকিট, মুদ্রা এবং নজরুলের দুষ্প্রাপ্য কিছু ছবি।

২-৩ জুন শিশির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশির মঞ্চে প্রায় ২০০ কন্ঠে উচ্চারিত হয় নজরুলের বিদ্রোহী কবিতা। নজরুল বিষয়ক আলোচনার মধ্য দিয়ে নজরুল মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ জুন ০৭, ২০১৭)