চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মা ও মেয়েকে খুনের দায়ে আমীর হোসেন (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত অপর মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক আহমেদ মঙ্গলবার দুপুর ২টায় এ রায় দেন। আসামি আমীর হোসেন পলাতক রয়েছেন।
পিপি আইয়ুব খান জানান, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছে।
তিনি জানান, মাত্র তিন হাজার টাকা ধার না দেওয়ায় ২০১১ সালের ৭ জুলাই মা নিলোফার বেগম ও মেয়ে স্মৃতিকে (৭) নিজঘরে কুপিয়ে হত্যা করে আমীর হোসেন। অন্য ঘরে পড়ার সময় হত্যাকাণ্ড দেখে ফেলে বড় মেয়ে সাথী (১১)।

পরে তাকেও কুপিয়ে আহত করে সে।
নিলোফার বেগম সন্দ্বীপ উপজেলার মিনা মাঝির বাড়ির বাসিন্দা প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী।
ঘটনার পরদিন ৮ জুলাই নিলোফারের বড় ভাই আবদুল হাদী বাদী হয়ে একটি মামলা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এনআই/এমএআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)