ঘিওরে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সংবাদ সম্মেলন
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন বিদ্রোহী সাত চেয়ারম্যান প্রার্থী।
স্থানীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার মো. লিয়াকত আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, প্রয়াত বিএনপি মহাসচিবের দুই পুত্র অনৈতিকভাবে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে খন্দকার মো. লিয়াকত আলীকে প্রার্থী ঘোষণা করেন।
তারা তাদের মধ্যে একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল মান্নান। এ সময় সাত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনইউএস/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)