দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার ষষ্ঠ দিনে সারাদেশে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ২৮৩০ পরীক্ষার্থী। এসএসসিতে জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে ১ এবং কারিগরি বোর্ডে ৩ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২৯১, রাজশাহীতে ১৬২, কুমিল্লায় ৮৫, যশোরে ২১৬, চট্টগ্রামে ৫২, সিলেটে ৭১, বরিশালে ৭, দিনাজপুর বোর্ডে ১০২, মাদ্রাসা বোর্ডে ৭৮৭ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯৯৭ জন।

এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)