ভোলা প্রতিনিধি : ভোলা উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় প্রার্থীদের ছয়টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেতারা বেগম (প্রজাপতি) প্রতীক পেয়েছেন।

বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফারুক (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা আক্তার (কলম) প্রতীক পেয়েছেন।

ভোলার সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা সদর উপজেলা একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৬ হাজার ৬৫১।

(দ্য রিপোর্ট/জেএসবি/এফএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)