সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় টেন্ডার বক্স ছিনতাইয়ের দায়ে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্নাফ হোসেন শিম্পু ও ছাত্রলীগের কর্মী ফজলুর রহমান।

সহকারী কমিশনার শফিকুর রহমান বলেন, ‘ভূমি অফিসে রক্ষিত হাট-বাজার ইজারা সংক্রান্ত টেন্ডার বক্স ছিনতাইয়ের চেষ্টা করে শিম্পু ও ফজলুর রহমান। অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের আটক করে পুলিশে সোর্পদ করে। দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিম্পুকে ছয় মাস ও ফজলুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমআরইউ/একে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)