‘রাজনীতির নামে ভাওতাবাজি করছে বড় দলগুলো’
দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘রাজনীতি করার নামে ভাওতাবাজি করছে বড় দলগুলো। রাজনীতিতে এখন প্রতিনিয়ত দলীয়করণ হচ্ছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো ভোটকে টাকা বানানোর বীজ হিসেবে ব্যবহার করছে।’
জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যবদ্ধ ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করার পরেও পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছে। পুলিশকে এখন রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি বলব, এটা বিপর্যস্ত রাজনীতি নয়। এটা রুগ্ন রাজনীতি।’
ছাত্র সমাজের উদ্দেশে গণফোরাম সভাপতি বলেন, ‘আর দেরি করার সময় নেই। ছাত্রদের অবদান রাখার সময় এখন চলে এসেছে। এখন ছাত্রদেরই এই ‘হওয়া এবং পাওয়া’র রাজনীতি বন্ধ করতে হবে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজম রুপু। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংগঠনের সদস্য সচিব মুহাম্মাদুল্লাহ মধু।
(দ্য রিপোর্ট/এমএম/একে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)