বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ট্রাকচাপায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের তিনমাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, ‘সিরাজগঞ্জের নগরবাড়ি থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবাহী একটি ট্রাক তিনমাথা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লুঙ্গি ও জ্যাকেট পরিহিত যুবকের পরিচয় জানা যায়নি।

মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/একে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)