জবি হল উদ্ধারে তদন্ত কমিটি গঠনের দাবি ফিরোজের
দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল উদ্ধারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
জাতীয় সংসদে মঙ্গলবার মাগরিবের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
ফিরোজ রশিদ বলেন, ‘ঢাকা জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিলুপ্ত হলগুলো উদ্ধার করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে হল উদ্ধারের জন্য যে আন্দোলন করছে তা তাদের ন্যায্য দাবি।’
ফিরোজ রশীদ বলেন, ‘জগন্নাথ কলেজের নামে আগে ৯টি হল ছিল, যা ভূমিদস্যুদের হাতে চলে গেছে। তাই ছাত্রছাত্রীদের থাকার জন্য বর্তমানে কোনো ব্যবস্থা নেই। অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে হারিয়ে যাওয়া হলগুলো উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
তিনি বলেন, ‘একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে বুড়িগঙ্গা নদীর ওই পারে ১০ একর জায়গা ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। যেখানে ছাত্রছাত্রীসহ শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণ করা সম্ভব হবে।’
(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)