দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবারের (১৩ জুন) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এ দিন কোম্পানির ইউনিটের দর বেড়েছে ৮.৪৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ১০.৬ টাকা। যা মঙ্গলবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১.৫ টাকায়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৩ শতাংশ, ইউসিবির ৪.৭৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.৯০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৬ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫১ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩.২৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ২.৫৮ শতাংশ ও আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জুন ১৩, ২০১৭)