বগুড়ায় অস্ত্র ও গুলিসহ আটক ৪
বগুড়া প্রতিনিধি : শহরের জলেশ্বরি তলা পৌর প্রি-ক্যাডেট স্কুল মাঠ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাল রাউন্ড গুলি ও একটি ছোরাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের মালতিনগর এলাকার মৃত ওয়াশিম উদ্দিনের ছেলে ফয়সাল আহমদ সৌরভ (৩০), সূত্রাপুর এলাকার মো. শাজাহান আলীর ছেলে মো. রুম্মন খলিফা (২৩), কানুছগাড়ি তেতুলতলা এলাকার বাদশা মিয়ার ছেলে আসলাম (২২) ও শহরের বাদুরতলা এলাকার রেজাউল করিম রুনুর ছেলে সজল আহমেদ (২২)।
সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর প্রি-ক্যাডেট স্কুল মাঠে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)