দ্য রিপোর্ট প্রতিবেদক : এ বছরে যাঁরা হজপালন করবেন জনপ্রতি তাঁদের বাড়ি ভাড়া, খাওয়া খরচ মেয়াল্লেম ফি বাবদ মোট ৬৮৩০ সৌদি রিয়েল খরচ নির্ধারণ করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় এ অর্থ সৌদি আরবে প্রেরণে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক চিঠির পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়। বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংকান্ত একটি সার্কুলার জারি করেছে।

ই-পেমেন্ট সিস্টেমে স্ব-স্ব এজেন্সির ব্যাংক একাউন্ট (আইবিএএন) হতে ৬৮৩০ রিয়েল অর্থ সৌদি আরবে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংককে পরামর্শ দেওয়া হয়েছে সার্কুলারে।

হজযাত্রীদের নামের তালিকাসাপেক্ষে যথাযথ আর্থিক বিধান অনুসরণ করে উল্লেখিত পরিমাণ অর্থ পাঠাতে পারবে অনুমোদিত ডিলাররা।

উল্লেখ্য, এবার হজযাত্রী প্রতি বাড়ি ভাড়া বাবদ ৪১৪১ সৌদি রিয়েল, খাওয়া খরচ ১৬০০ সৌদি রিয়েল ও মোয়াল্লেম ফি বাবদ ১০৮৯ সৌদি রিয়েল নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/এমকে/এপি/জুন ১৪, ২০১৭)