রাজধানীতে ২ জনের মৃতদেহ উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পৃথক ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে উভয় ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার দুপুর ২টার দিকে পল্লবী থানা পুলিশ রোজিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
পল্লবী থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর ১২ নম্বর সেকশনের ২৭ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় থাকতো রোজিনা। সে একটি বিউটি পার্লারে কাজ করতো বলে জানায় প্রতিবেশিরা। অজ্ঞাত কারণে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বামী বাবুল মোল্লা রোজিনার ছোট বোন জান্নাতুলকে বলে পালিয়ে যায়।
নিহতের বোন জান্নাতুল জানান, রোজিনা কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে একটি চিরকূট পাওয়া গেছে তাতে লেখা রয়েছে তার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।
এদিকে শাহ আলী থানা পু্লিশ হোসনে আরা (২১) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহ আলী থানার উপ-পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহীদ দ্য রিপোর্টকে জানান, তিনি শাহ আলী থানার ৭ নং রোডের মোমিন দেওয়ানের বস্তিতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)