নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ে ছিটমহলবাসীর স্মারকলিপি প্রদান
পঞ্চগড় প্রতিনিধি : ১৯৭৪ সালের মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়ন ও নাগরিকত্বের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন ভারতীয় ছিটমহলবাসী।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের মাধ্যমে মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা ৭৮ নং গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান, ৫৯ নং পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান মো. তছলিম উদ্দীন, কোট ভজনী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, নাজিরগঞ্জ দইখাটা ছিটমহলের চেয়ারম্যান আব্দুল খালেকসহ জেলায় অবস্থানরত ১২টি ভারতীয় ছিটমহলের বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ২০০১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’র এর বাংলাদেশ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা থাকলেও তা প্রটোকলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর পর থেকেই উভয় দেশের ১৬২ টি ছিটমহল বাসিন্দারা মোমবাতি প্রজ্জ্বালন, স্মারকলিপি প্রদানসহ আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিলেও ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়নি।
(দ্য রিপোর্ট/এসআরএস/একে/ ফেব্রুয়ারি ২৫, ২০১৪)