অবৈধ সম্পদ অর্জন
সাবেক এমপি জব্বারকে দুদকে তলব
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ তার কাছে পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান তাকে এ নোটিশ করেছেন।
নোটিশে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। কমিশন সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক জানায়, জব্বারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এ সব অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তার প্রদেয় হলফনামাও পর্যালোচনা করা হয়েছে। এ সব তথ্যের ক্রসচেকের জন্য জব্বারকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি জব্বারসহ সাতজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)