ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজা ও ভাইজি জামাইয়ের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার নাটাই (দ.) ইউনিয়নের কালিসীমা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম জাহানারা বেগম (৩৫)। তিনি একই গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সপন্ন হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, জাহানারা বেগমের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের তার ভাতিজা রাসেল মিয়া (২৫) ও ভাইজি জামাই শাহজালালের (৩০) বিরোধ চলে আসছিল। জাহানারা সোমবার বিকেলে তার বাবার বাড়িতে গিয়ে রাসেল ও শাহজালালের কাছে সম্পত্তির হিসেব চাইলে এ নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে বল্লম দিয়ে বুকে আঘাত করলে তিনি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মুছা মিয়া বাদী হয়ে সদর থানায় সাতজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/এসকে/এমএআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)