দ্য রিপোর্ট ডেস্ক : কর ফাঁকির তদন্ত শুরু হওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সরাসরি না বললেও বোঝালেন, কোনো অন্যায় করেননি তিনি।

রোনালদোর বিরুদ্ধে স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে লেনদেনের ব্যাপারে পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মন পরিষ্কার।’

বেশ কিছুদিন ধরে রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল। শুরু থেকেই তিনি বলে আসছেন, কোনো রকম অপরাধ করেননি তিনি, তার লুকানোরও কিছু নেই।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা এই ক্রীড়াবিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেনে-বুঝে তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ লুকাতে অন্য ব্যবসার আশ্রয় নিয়েছেন।

ডিসেম্বরে ফাঁস হওয়া কিছু তথ্য উপাত্ত থেকে ইঙ্গিত মেলে, রোনালদো বিদেশের অ্যাকাউন্টে অর্থ রেখে কর ফাঁকি দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ১৫, ২০১৭)