দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্ভাগ্য বাংলাদেশ যুব দলের। প্রতি বছর যুব বিশ্বকাপের প্লেট চ্যাম্পিয়নশিপের তকমা থাকে বাংলাদেশের গায়ে। ভাল ক্রিকেট খেলেও রানরেটের ফাঁদে পড়ে প্লেট পর্বে নেমে যেতে হয়েছে মিরাজদের। মঙ্গলবার প্লেট পর্বের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে প্লেট পর্বের ফাইনাল নিশ্চিত করেছে যুব দল।

প্লেট ফাইনালে ২৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একই দিন স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে। ৫ উইকেটে বাংলাদেশকে ২৬৫ রানের দারুণ সংগ্রহ এনে দিতে মোসাদ্দেক হোসেন খেলেছেন ম্যাচসেরা ইনিংস। ৬৬ বলে ৬ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া জয়রাজ শেখের ৫৮ রানও দুর্দান্ত অবদান রাখেছে।

দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ৭৭ রানের ইনিংসে সেরা জুটি গড়েছেন লিটন দাস। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাটে এসেছে ৪৭ রান। আরেক ওপেনার সাদমান ইসলাম ৩৪ রান করেছেন। লক্ষ্যে নেমে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসানের ঘূর্ণিতে ভেঙে পড়ে জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপ। ৬৫ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়েছে।তবে অধিনায়ক ম্যালকম লেকের সঙ্গে লুক জংগুইয়ের জুটিটি বাংলাদেশি বোলারদের সামনে সামান্য প্রতিরোধ গড়েছিল। জংগুই ইনিংস সেরা ৫০ রানে নিহাদুজ্জামানের কাছে বোল্ড হয়েছেন। ৩৮ রানে লেককে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৩০ রানে টিকে ছিলেন ডেভেন বেল।

বাংলাদেশি বোলারদের পক্ষে মেহেদী একাই নিয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর ও নিহাদুজ্জামান।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)