দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ একটি রাজনৈতিক মহল অতীতের মতোই অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্ত করে যাচ্ছেন। যার প্রমাণ গত আট বছরে কখনো আগুনযুদ্ধ, কখনও জঙ্গী সন্ত্রাসীদের উস্কানী বা নির্বাচন বর্জন এবং ভণ্ডুল করার চেষ্টা। উদ্দেশ্য এইভাবে দেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দখল করা।

শুক্রবার (১৬ জুন) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অমুককে ছাড়া নির্বাচন হবে না, এই রকম হুমকি যারা দেন তারা আসলে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছেন। নির্বাচন নিয়ে যদি কারো সুনির্দিষ্ট কোন প্রস্তাব থাকে তবে, তা নিয়ে আসুন নির্বাচন কমিশনে সম্মানের সাথে আলাপ-আলোচনা করি।

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেআই/এনআই/জুন ১৬, ২০১৭)