খুলনা ব্যুরো : খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় কবির হোসেন ও আজমল হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন। কয়রা থানার সংগ্রামের মোড়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই কয়রা থানার শরিষামুট এলাকার আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজমল হোসেন ও কবির হোসেন খুলনা থেকে মোটরসাইকেল বাড়ি যাচ্ছিলেন। কয়রা-পাইকগাছা সড়কের সংগ্রামের মোড়ে আসলে পিকাপের ধাক্কায় মোটরসাইকেলটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই ভাই নিহত হন।

(দ্য রিপোর্ট/এটি/এনডিএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)