ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ছিনতাইয়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার সকাল থেকে জেলার মোট ৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় এ অবস্থা জারি করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত বিজিবি এক কর্মকর্তা জানান, চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কড়াকড়ি করা হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

আখাউড়া আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার সাঈদ বলেন, ‘জেএমবি সদস্য ছিনতাইয়ের ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসকে/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)