রবিউল ইসলাম, দ্য রিপোর্ট : মালিঙ্গার শেষ স্পেলের হিসেবটা এমন; ২.৫-০-১১-৫। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের জয়-পরাজয় এখানেই নির্ধারিত হয়েছে।

ফুতল্লায় দারুণ জয়ে শুরু করেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ চ্যাম্পিয়ন পাকিস্তানকে তারা ১২ রানের ব্যবধানে হারিয়েছে। থিরমান্নের সেঞ্চুরির সঙ্গে সাঙ্গাকারা ও ম্যাথুসে শ্রীলঙ্কা ২৯৮ রান লড়িয়ে পুঁজি গড়েছিল। জবাবে পাকিস্তান অল আউট হয়েছে ২৮৪ রানে।

এশিয়া কাপের দ্বাদশ আসরে মাঠে নামার আগের হিসেবটা ছিল এমন; শ্রীলঙ্কা জয় পাকিস্তানের ডাবল। আগের ১২ ম্যাচে ৮ জয়ের শ্রীলঙ্কা হয়ত সেই প্রেরণাতেই উজ্জ্ববীত ছিল। অথচ সামগ্রিকভাবে পাকিস্তান জয়ের সমীকরণে অনেক এগিয়ে। ১৩৭ ম্যাচে পাকিস্তান মঙ্গলবার নেমেছিল ৮০ জয় নিয়ে। সেখানে শ্রীলঙ্কার জয়ের পুঁজি ছিল ৫২টি।

তার আগে, লাহিরু থিরমান্নের সেঞ্চুরির সঙ্গে সাঙ্গাকারা ও ম্যাথুসের হাফসেঞ্চুরিতে ভর করে ২৯৬ রানের বড় এক সংগ্রহ দাঁড় করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য ফ্লাডলাইটের আলোতে পাকিস্তানকে করতে হবে ২৯৭ রান। দারুণ এক সূচনার পর শেষ দিকে এসে খেই হারিয়েছে শ্রীলঙ্কা। অল্প সময়ের মধ্যেই ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে। কিন্তু শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল অবিচ্ছিন্নভাবে দলকে ২৯৬ রান সংগ্রহ করতে সহায়তা করেছেন। পাকিস্তানের পক্ষে ওমর গুল ও শহিদ আফ্রিদি দুটি করে উইকেট নিয়েছে। এশিয়া কাপের উদ্ধোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়ে বিদায় নেন লাহিরু থ্রিমান্নে। এরপর ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আফ্রিদির শিকারে পরিণত হন থিসারা পারেরা। রান আউটের শিকার হন অভিষিক্ত ব্যাটসম্যান চতুরাঙ্গা। এর আগে উমর গুলের করা অষ্টম ওভারের তৃতীয় বলে উইকেটের পিছনে উমর আকমালের হাতে তালুবন্দি হন পারেরা। ২৬ বলে ১৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে। ১৬১ রানের জুটি গড়েছেন তারা। এই জুটি ভাঙ্গেন উমর গুল। ব্যক্তিগত ৬৭ রানে গুলের বলে আহমেদ শেহজাদের হাতে ক্যাচ তুলে দিয়েছেন সাঙ্গাকারা।

পাকিস্তানের জয়ের সুবর্ণ বন্দরের খুব কাছাকাছি গিয়েও হেরে গেছে লাসিথ মালিঙ্গার কাছে। ৫২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা মালিঙ্গা। ১২১-২৪২; মানে ১২১ রানের পার্টনারিশিপ গড়ে নিশ্চিত জয়ই ব্যাটে খুঁজে ফিরছিলেন পাকিস্তানের মিসবাহ-আকমল জুটি। কিন্তু ২৪২ রানে লাকমলে আকমল ফিরে গিয়েই ছন্দচ্ছেদ করেছেন। কোনো আফ্রিদি ঝরের সৃষ্টি হয়নি ফতুল্লায়। ২৫২ ও ২৫৪ রানে আফ্রিদি ও অধিনায়ক মিসবাহকে হারিয়েই জয়ের পথ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিলাওলার (১৮) শেষ প্রচেষ্টায়ও চোখ পড়েছে মালিঙ্গার। আফ্রিদিকে দিয়ে মালিঙ্গা ঝরের শুরু হয়েছে। শেষ স্পেলে; মাত্র ২.৫ ওভারেই মালিঙ্গা তুলে নিয়েছেন ৫ উইকেট। আগের ২ স্পেলে মালিঙ্গা মার খেয়েছেন; দিয়েছেন ৪১ রান। এটা তার ক্যারিয়ারের ৮ম বারের মতো ৫ উইকেট। মঙ্গলবার ২৫০ উইকেটের ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২৯৬/৬, ৫০ ওভার (থিরিমান্নে ১০২, সাঙ্গাকারা ৬৭, ম্যাথুস ৫৫*, চান্দিমাল ১৯*; গুল ২/৩৮, আফ্রিদি ২/৫৬, আজমল ১/৫০)।

পাকিস্তান : ২৮৪/১০, ৪৮.৫ ওভার (মিসবাহ ৭৩, আকমল ৭৪, শারজিল ২৬, শেহজাদ ২৮; মালিঙ্গা ৫/৫২, লাকমল ২/৬৫, ম্যাথিউস ১/২৫, সেনানায়েকে ১/৪৭, ডি সিলভা ১/৫৬)।

ম্যাচ সেরা: লাসিথ মালিঙ্গা।

(দ্য রিপোর্ট/এসবি/এএল/ফেব্রুয়ারি ২০১৪)