দ্য রিপোর্ট ডেস্ক : গত বছর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ২০০২ সালে তার চোখের সামনেই সংঘটিত গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দু:খ প্রকাশ করেন। এবার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরও একধাপ এগিয়ে গেল তার দল। সূত্র : এনডিটিভি।

বিজেপি’র প্রধান রাজনাথ সিং মুসলিমদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা মাথা নত করব এবং ক্ষমা প্রার্থনা করব।’ ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মুসলিমদেরকে কংগ্রেস ও অন্যান্য দলের বিজেপিবিরোধী প্রচারণায় কান না দেওয়ারও আহ্বান জানান।

বিজেপি সভাপতি রাজনাথ বলেন, ‘আমাদেরকে একবার ভোট দিয়ে দেখুন। যদি আমরা আপনাদের আশা পুরণ করতে না পারি তাহলে আমাদের দিকে আর কখনও ফিরেও তাকাবেন না।’

নরেন্দ্র মোদিও এবার তার নির্বাচনী প্রচারণায় ধর্মীয় স্লোগান থেকে সরে এসে উন্নয়নভিত্তিক স্লোগান ধরেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আসন্ন নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা দেখে মোদির প্রতি সাম্প্রদায়িকতার অভিযোগে আরোপিত বয়কট তুলে নিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এএল/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)