হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৪ জন।

সোমবার (১৯ জুন)সন্ধ্যায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ উল্লাহ (৬৫) নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে এবং বানিয়াচং উপজেলার তকবাজখানী এলাকার মমতাজ হোসেনের ছেলে আমির হোসেন (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চান্দের গাড়িটি হবিগঞ্জ খোয়াইমুখ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানিয়াচংয় রওনা হয়। গাড়িটি ভাটিপাড়া এলাকায় পৌঁছালে সেখানে একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এক পর্যায়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য হাফিজ উল্লাহ নিহত হন। আহত হয়েছেন আরও ১৫ জন। পরে তাদেরকে উদ্ধার করেবানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আমির হোসেন নামে আরও একজন মারা যান।

আহত ১৪ জনের মধ্যে সাইফুল ইসলাম (৩০), হালিমা বেগম (৩০), কামরুল হাসান (১৮), মহসিনা বেগম (২৮), রঘু লাল (৩৫), যামিনা বেগম (২৫), শ্যামলকে (১৫)হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিরা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে গাড়ির ভেতরে আরও যাত্রী আটকে থাকতে পারেন। রশি দিয়ে টেনে গাড়িটি খাদ থেকে ওঠানো সম্ভব হচ্ছে না। গাড়ি ওঠাতে গেলে রেকার কিংবা চেইনকব্জার প্রয়োজন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জুন ২০, ২০১৭)