দ্য রিপোর্ট প্রতিবেদক : আটত্রিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২৪ জন নিয়োগ পাবেন। মঙ্গলবার (২০ জুন) বিকেলে পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

আটত্রিশতম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২২৫, কৃষি ক্যাডারে ১৯১, শিক্ষা ক্যাডারের অধীনে সরকারি সাধারণ কলেজগুলোতে ৮৩৯ জনসহ বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা ১০ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এবার থেকে দুইজন পরীক্ষক বিসিএসের খাতা দেখবেন। যদি এক্ষত্রে দুই পরীক্ষকের নম্বরে ২০ শতাংশ পার্থক্য থাকে তবে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি ভার্সনেও প্রশ্ন থাকবে। আবেদনের সময় ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।’

মোহাম্মদ সাদিক আরও বলেন, ‘নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহেও এবার থেকে পরীক্ষা হবে।’

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জুন ২০, ২০১৭)