কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের একটি ফলের দোকান থেকে রবিউল ইসলাম (৩৫) নামের এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে চৌড়হাস মোড়ে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান মামা-ভাগ্নে ফল ঘরের একটি প্লাস্টিক ড্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলামের বাড়ি মাদারীপুর জেলার টেকেরহহাট উপজেলার শংকরদি গ্রামে। ঘটনায় জড়িত সন্দেহে নিহত রবিউলর আপন খালাতো ভাই নুর আলমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে দোকানে আসে রবিউল। এরপর খালাতো ভাই নুর আলম পূর্ব বিরোধের জের ধরে তাকে গলাকেটে হত্যা করে। পরে প্লাস্টিকের ড্রামে লাশ রেখে বালি চাপা দিয়ে দোকানের পিছনেই লুকিয়ে রাখে।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত নুর আলম রবিউল ইসলামকে হত্যার কথা স্বীকার করেছে। নিহত রবিউল ইসলাম ও আটকৃত নুর ইসলাম আপন খালাতো ভাই। তারা দুজনেই চৌড়হাস এলাকায় মামা নুর হোসেনের বাসায় থাকতো। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ২০, ২০১৭)