‘ফতোয়ায় হস্তক্ষেপ করা যাবে না’
দ্য রিপোর্ট ডেস্ক : ফতোয়াকে মুসলিমদের রাজনৈতিক-ধর্মীয় দৃষ্টিভঙ্গি আখ্যায়িত করে এ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সূত্র : এনডিটিভি।
শরিয়াহ আদালত ও ফতোয়ার বিরুদ্ধে দায়ের করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে এই রায় দিল ভারতের সর্বোচ্চ আদালত।
এ প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট বলেন, ‘এ সব হলো রাজনৈতিক-ধর্মীয় ইস্যু। আমরা এ সব ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। এ দেশের অনেক মানুষই মনে করেন গঙ্গাজলে সব রোগ ভালো হয়। এ সব হলো ধর্মীয় বিশ্বাসের ব্যাপার।’
তবে ওই পিটিশন দায়েরকারী মি. মদন অভিযোগ করে বলেন, এক গৃহবধূকে তার শ্বশুর ধর্ষণ করায় ওই গৃহবধূ নিজ স্বামীকে ত্যাগ করে ধর্ষক শ্বশুরের সঙ্গেই থাকার আদেশ দিয়ে ফতোয়া জারি করা হয়। এটা অমানবিক। সুতরাং ফতোয়া নিষিদ্ধ করা উচিত।
তবে ভারতের মুসলিম পার্সনাল ল বোর্ড বলেছে, ‘যদি কোনো ফতোয়া মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে তাহলে আদালতে অভিযোগ করা যাবে।’
সুপ্রিম কোর্ট বলেন, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করলে দেশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই আদালত এ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়।
(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এএল/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)