কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭)। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শটগানের গুলি, ২২টি ৫.৫ মি.মি. গুলি, ৪০৮টি গোলাবারুদ এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বুধবার (২১ জুন) ভোররাতে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালী এলাকার নুর আহমদের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), বালিয়াছড়ি এলাকার মৃত নুরুল আবছারের ছেলে মো. নাসির উদ্দিন (৩০) ও নলবিল এলাকার আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৪)।

কক্সবাজার র‌্যাব-৭, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মহেশখালী উপজেলায় কিছু সংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় এনামুল হকের বসতবাড়ির পূর্বদিকের দোচালা গোয়ালঘরের ভিতরে খড়কুটা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুন ২১, ২০১৭)