দ্য রিপোর্ট ডেস্ক : নেপালের নতুন জোট সরকার শপথগ্রহণ করেছে মঙ্গলবার। ফলে হিমালয়ের কন্যা খ্যাত দেশটিতে এবার শান্তির দেখা মিলবে বলে আশা করা হচ্ছে। নেপালি কংগ্রেস ও ঐক্যবদ্ধ মার্কসবাদি-লেনিনবাদি দল (ইউএমএল) এই নতুন জোট সরকার গঠন করেছে। নতুন সরকারে ওই দুই দল থেকেই মন্ত্রী নিয়োগ করা হয়েছে। সূত্র : এনডিটিভি।

নতুন সরকারের প্রধান কাজ হবে আগামী এক বছরের মধ্যে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনতন্ত্র বা সংবিধান রচনা করা। শান্তির পথে এটাকেই প্রধান পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০০৬ সালে মাওবাদিদের দশ বছর দীর্ঘ বিদ্রোহের অবসানে এই শান্তি প্রক্রিয়ার সূচনা হয়।

এরপর মাওবাদিরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের মধ্যদিয়ে দেশটির রাজতন্ত্রকে উৎখাত করে।

২০০৮ সালেই দেশটিতে নতুন গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে দেশটিতে একে একে পাঁচজন প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু সকলেই নতুন সংবিধান রচনার ব্যাপারে জাতীয় ঐকমত্যে ব্যর্থ হন।

মাওবাদিরাও মাঝখানে বছর দুয়েক ক্ষমতায় ছিল। কিন্তু ২০১২ সালে ব্যর্থতার দায়ভার নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। গত নভেম্বরের নির্বাচনে মাওবাদিরা তৃতীয় স্থানে নেমে আসে।

দ্য রিপোর্ট/এমএটি/এসবি/এএল/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)