বান্দরবান প্রতিনিধি : উপজেলা নির্বাচনে বান্দরবানের দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে।

দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে রোয়াংছড়ি, রুমা ও থানছি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

তৃতীয় দফায় ১৫ মার্চ আলীকদম উপজেলার দুটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জামান দ্য রিপোর্টকে জানান, চারটি উপজেলার দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন ১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজে দুই দফায় সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। বুধবার প্রথমবার ১১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে প্রিসাইডিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

কেন্দ্রগুলো হচ্ছে- থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মধু বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটমধু সাখইউ কারবারীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তীন্দু ইউনিয়নের তীন্দু গুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাই থোয়াই হ্লা কারবারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেক্ষ্যং ইউনিয়নের দৈয়কুমারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের নুনতিয়া হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়নের করুকপাতাপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামহুরী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৭টি উপজেলার ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনীকাজে নিয়োজিত থাকবেন ১৬৩ জন প্রিসাইডিং অফিসার, ৫৯৩ জন সহকারী প্রিসাইডিং অফিসারসহ প্রায় দুই হাজার কর্মিবাহিনী। এ ছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১ হাজার ৮১ জন পুলিশ সদস্য ছাড়াও বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)