বাগেরহাটে প্রতীক বিক্রির হাট
বাগেরহাট প্রতিনিধি : দেশজুড়ে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার হবে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলায় হচ্ছে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে উপজেলাগুলোতে প্রচার-প্রচারণার সময়।
রাত পোহালেই নির্বাচন। তাই তো নির্বাচনের প্রতীক বিক্রির মৌসুমি ব্যবসায় নেমেছেন খুলনার মো. দেলোয়ার হোসেন।
উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক নিয়ে তার এ ভিন্নধর্মী ব্যবসা। ঘড়ি, আনারস, তালা, চশমা, উড়োজাহাজ, হাঁস, টিউবওয়েল প্রতীক সংবলিত কার্ড আর ব্যাজ নিয়ে যেন প্রতীকের হাট বসিয়েছেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বসেছে ব্যতিক্রমী এ ভ্রাম্যমাণ প্রতীক বিক্রির হাট।
বৃহস্পতিবার নির্বাচন, নির্বাচনের সংবাদ সংগ্রহের অনুমতির জন্য জেলা নির্বাচন কমিশন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে গিয়ে হঠাৎ চোখ আটকে যায় ব্যতিক্রমী এ প্রতীকের হাটে।
কিছুটা সময় অপেক্ষা করে দেখা মিলে যায় ক্রেতাদের। তারা সবাই উপজেলা নির্বাচনের বিভিন্ন প্রার্থীর সমর্থক।
কথা হয় এই প্রতীক বিক্রির মৌসুমি ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানান, খুলনা থেকে তারা চারজন এসেছেন। তাদের সবার বাসা খুলনার ফুলবাড়ীগেট এলাকায়।
দেলোয়ার হোসেন জানান, তিনি পান-বিড়ি বিক্রেতা। খুলনার ফুলবাড়ীগেটে তার ছোট্ট একটি দোকানও আছে। তাদের বাকি তিনজনের একজন পেশায় টেম্পোচালক, একজন মুদি দোকানের কর্মচারী আর একজন রিকশাচালক।
নির্বাচনকে কেন্দ্র করে একটু লাভের আশায় তাদের এই ব্যতিক্রমী ব্যবসা। তবে ব্যবসা তেমন ভালো না বলে জানান তিনি।
তিনি বলেন, আজ জেলার ৫ উপজেলার প্রতীক বরাদ্দ। তাই আশা করছেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জমবে তাদের এই মৌসুমি ব্যবসা।
(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)