দ্য রিপোর্ট প্রতিবেদক : করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্কের চালান জমা বা পে-অর্ডার সুবিধা প্রদানে আগামী ৩০ জুন (শুক্রবার) সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত সার্কুলার আকারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে সার্কুলারটি জারি করা হয়েছে।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সার্কুলারে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এজে/জুন ২২, ২০১৭)