দ্য রিপোর্ট ডেস্ক : আইসিসির পূর্ণ সদস্য হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (২২ জুন) লন্ডনে আইসিসির বোর্ড সভা থেকে আফগানিস্তানকে একাদশ ও আয়ারল্যান্ডকে দ্বাদশ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা প্রদান করেছে।

এর আগে এই দুটি দেশের ক্রিকেট বোর্ড সহযোগী সদস্য থেকে পূর্ণাঙ্গ সদস্য হওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করে। পরে তাদের এই আবেদন আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় গৃহীত হয়।

সবশেষ ২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। আইসিসির টেস্ট মর্যাদাপ্রাপ্ত অন্য দলগুলো হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

(দ্য রিপোর্ট/কেআই/জুন ২২, ২০১৭)