নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে, আশা প্রকাশ করে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে আসার জন্য বিএনপি নিজ দলেই চাপের মুখে আছে। তারা আগামী নির্বাচনে না আসলে তাদের অবস্থান মুসলিম লীগের চেয়েও খারাপ হবে।’

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিএ এর ঈদযাত্রা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে মন্ত্রী বাসযাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানে সহায়ক সরকারের কোন বিধান নেই। এছাড়াও পৃথিবীর কোন দেশে সহায়ক সরকার বলে নির্বাচনকালীন কোন সরকার নেই। তাহলে বাংলাদেশে কেন বেগম জিয়া এর আশা করছেন, তিনি কি সহায়ক সরকার করেছিলেন? এখন এসব কথা বলে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে বেগম জিয়া আসবেন, সেটাও আমরা জানি।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের ডিউটি হচ্ছে বিতর্ক। সংসদে সেই বিতর্কই হচ্ছে। বাজেট পাশ হবে ২৯তারিখে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সকলকে নিয়ে বসেছেন, কথা বলেছেন, আলাপ আলোচনা হয়েছে। আগামী বাজেট যখন সংসদে পাস হবে আমি মনে করি সবার কাছে গ্রহণযোগ্য হবে, জনগণ খুশি হবে এবং বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে।’

যানজটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বড় ধরনের কোন জটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। জনগণর ভোগান্তি সহনীয় পর্যায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রকৌশলীদের ছুটি বাতিল করেছি। যেখানে অবহেলা সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ২২, ২০১৭)