দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের ঈদে বড় পর্দায় হাজির হচ্ছেন শাকিব-অপু জুটি। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। ছবিটির প্রচারণায় অপুকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। সিনেমাটিকে ঘিরে খুবই আশাবাদী এই নায়িকা।

বৃহস্পতিবার ছবিটির ‘রঙে রঙে মনের রঙে’ শিরোনামের একটি নতুন গান ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন যৌথভাবে বুলবুল বিশ্বাস ও আবদার রহমান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কোনাল ও তাহসিন আহমেদ।

নৃত্যপরিচালক হাবিবের কোরিওগ্রাফিতে দেখা গেছে শাকিব-অপু জুটিকে। ‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনটি/জুন ২৩, ২০১৭)