দ্য রিপোর্ট প্রতিবেদক : গান প্রকাশে তরুণদের প্রাধান্য দিয়েছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রকাশ করছে বেশ কিছু তরুণের নতুন গান। এর মধ্যে আছে—মিনারের ‘আমি তোমার আকাশে উড়বো’, প্রীতম হাসানের ‘জাদুকর’, তানজিব সারওয়ারের ‘এক শহর ভালোবাসা’, গালিব সর্দার ও রিংগো বসুর ‘ভাল্লাগে না’।

এ ছাড়াও প্রকাশ হচ্ছে লুৎফর হাসান ও আমজাদ হোসেনের আয়োজনে এফ এ সুমনের ‘দূর বহুদূর’, ইলিয়াসের ‘বন্দিনী’, শহীদের ‘আড়াল’, কাজী শুভর ‘ছুঁইও না’, এহসান রাহীর ‘ভালো আছিস’, শাওন গানওয়ালার ‘সকাল বিকাল ভালোবাসা’, পলাশের ‘ঘুমচোরা চাঁদ’, লুৎফর হাসানের ‘পুড়ে তোমার ভেতর থাকি’, মীর মাসুম ফিচারিং শাহরুখ কবীরের একক, স্বপ্নীল রাজীবের একক, আলামিনের ‘ও পাগলা হাওয়া’।

গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘বরাবরের মতো তারুণ্যের গান নিয়ে হচ্ছে গানচিলের ঈদ আয়োজন। শ্রোতাদের ভালো গান শোনার আমন্ত্রণ।’

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনটি/জুন ২৩, ২০১৭)