দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস শুক্রবার (২৩ জুন)। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার নানা ধরনের কর্মসূচির মধ্যদিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

রাষ্ট্রপতি তার বাণীতে সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের স্বীকৃতি দান এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে। জনকল্যাণে সরকার গৃহীত কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মূলত দক্ষতা সিভিল জনপ্রশাসনের ভিত্তি।’

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারীরা আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন।’

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২৩, ২০১৭)